Logo

রাজনীতি    >>   যুক্তরাজ্যের নির্বাচনে এক আসনে লড়ছেন বাংলাদেশি প্রাক্তন স্বামী-স্ত্রী

যুক্তরাজ্যের নির্বাচনে এক আসনে লড়ছেন বাংলাদেশি প্রাক্তন স্বামী-স্ত্রী

যুক্তরাজ্যের নির্বাচনে এক আসনে লড়ছেন বাংলাদেশি প্রাক্তন স্বামী-স্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন । এতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে  কনজার্ভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে। হাউস অব কমন্স হিসেবে পরিচিত ব্রিটিশ পার্লামেন্টের এই নির্বাচনে এমপি পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিন জন। তারা হলেন- আফসানা বেগম, এহতেশামুল হক ও নুরুল হক আলী। এর মধ্যে লেবার পার্টি থেকে প্রার্থী হয়েছেন আফসানা বেগম। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল হক। তাঁদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। তাঁরা প্রাক্তন স্বামী-স্ত্রীও। আর লেবার পাটি থেকে নির্বাচনে লড়ছেন নুরুল হক আলী।

যুক্তরাজ্য বসবাসরত কয়েকজন জগন্নাথপুরের বাসিন্দা জানান, যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে আটজন ব্রিটিশ বাংলাদেশি লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। এরমধ্যে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার দুজন রয়েছেন।

বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসনে লেবার পার্টি থেকে এমপি প্রার্থী হয়েছেন আফসানা বেগম। তাঁর বাবা জগন্নাথপুর পৌরসভার এনাতনগরের মৃত মনির উদ্দিন আহমদ। তিনি টাওয়ার হ্যামলেটসের মেয়র ছিলেন। তিনি লেবার পার্টির সদস্য ছিলেন।

আফসানা বেগম জগন্নাথপুরের মেয়ে হলেও তাঁর জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যেই। সেখানেই তিনি পড়াশুনা শেষ করে রাজনীতিতে সম্পৃক্ত হন। ২০১৯ সালের নির্বাচনে লেবার পার্টি থেকে পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে প্রথমবারের মতো বিপুল ভোটে আফসানা বেগম এমপি নির্বাচিত হন। এবারও তিনি একই দল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। এ আসনে এবার আফসানার বিপক্ষে তাঁর সাবেক স্বামী ও সাবেক কাউন্সিলর এহতেশামুল হক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও জগন্নাথপুর পৌরসভার ইনাতনগের ছেলে। ২০১৩ সালে লন্ডনে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের দুই বছরের মাথায় তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এ আসনে আরও আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে লন্ডনের গর্ডন ও বুকান আসন থেকে লেবার পার্টি থেকে নুরুল হক আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কয়েকবার কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের বাসিন্দা সাংবাদিক শাহেদ রহমান জানান, এবারের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি পদে জগন্নাথপুরের তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থীদের পক্ষের সমর্থকরা প্রচার চালাচ্ছেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ জন এমপি পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে আমাদের জগন্নাথপুর উপজেলার তিনজন আছেন। নির্বাচনকে কেন্দ্রে করে বাঙালিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

The United Kingdom general election is going to be held tomorrow Thursday (July 4). The main contest will be between the Conservative Party and the opposition Labor Party. Several candidates of Bangladeshi origin are fighting for the post of MP in this election of the British Parliament, known as the House of Commons. Among them are three people from Jagannathpur upazila of Sunamganj. They are Afsana Begum, Ehteshamul Haque and Nurul Haque Ali. Afsana Begum is the candidate from the Labor Party. Independent candidate Ehteshamul Haque is contesting with him. Their home is in Jagannathpur upazila of Sunamganj. They are also ex-husband and wife. And Nurul Haque Ali is contesting the election from the Labor seat. Some residents of Jagannathpur living in the UK said that eight British Bangladeshis have been nominated by the Labor Party in the upcoming elections in the UK. Among them there are two from Jagannathpur upazila living in UK. Afsana Begum has become an MP candidate from the Labor Party in East London's Poplar and Limehouse constituency, which is known as a Bangladeshi-dominated area. His father is late Monir Uddin Ahmad of Enatnagar of Jagannathpur Municipality. He was the Mayor of Tower Hamlets. He was a member of the Labor Party. Although Afsana Begum is the daughter of Jagannathpur, she was born and brought up in the UK. There he completed his studies and got involved in politics. In the 2019 election, Afsana Begum was elected MP from the Poplar and Limehouse constituency for the first time with a huge majority of votes. This time also he participated in the election from the same party. Her ex-husband and former councilor Ehteshamul Haque has become an independent candidate against Afsana in this seat. He is also the son of Inatanga of Jagannathpur municipality. They got married in London in 2013. They got divorced after two years of marriage. Eight other candidates are contesting in this seat. Meanwhile, Nurul Haque Ali from Labor Party is contesting from Gordon and Buchan seat in London. He is a resident of Shaharpara village of Syedpur-Shaharpara union of upazila. He was also elected councilor several times. Journalist Shahed Rahman, a resident of Jagannathpur living in the UK, said that three people from Jagannathpur are competing for the post of MP in this year's British Parliament elections. Supporters of preferred candidates are campaigning. United Kingdom Awami League General Secretary Syed Sajidur Rahman Farooq said that 34 people of Bangladeshi origin participated in the election in this election. Among them, we have three from Jagannathpur upazila. A festive atmosphere prevails among Bengalis around the election.